চীনের সাংহাইতে এক চোর একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি শেষে মালিকের উদ্দেশে চিরকুট লিখে গেছেন। এতে তিনি মালিককে চুরি রোধের ব্যবস্থা উন্নয়নের পরামর্শ দিয়েছেন।
সাংহাই পুলিশ বলেছে, এই চুরির ঘটনা ঘটেছিল গত ১৭ মে। চোরের নামের শেষাংশ হচ্ছে স্যাং। ভবনের বাইরের দেয়াল বেয়ে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েন। তিনি সেখান থেকে ঘড়ি ও একটি অ্যাপল ম্যাকবুক চুরি করেন।
ওই চুরির ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ ওই স্যাংকে গ্রেপ্তার করেছে।