সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় ‘ফ্যাক্টর’ হয়ে উঠেছে তিনটি মোবাইল ফোন। হত্যাকাণ্ডের পর অন্যতম অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় এসব মোবাইলে। তিনটি মোবাইল ফোনই পুকুরে ফেলেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু।
আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ডিবির জালে গ্রেফতার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নির্দেশে মোবাইল তিনটি দুটি পুকুরে ফেলে দেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। মোবাইলগুলো উদ্ধার করা গেলে ফরেনসিক রিপোর্টে বেরিয়ে আসতে পারে অনেক তথ্য। যাতে ফেঁসে যেতে পারেন মিন্টুসহ অনেকে।