বিআইএম ভবন নির্মাণ: নিজের পকেট ভরতে ৫৪ কোটি টাকার কাজ ২৬ খণ্ড করেন পিডি

আজকের পত্রিকা প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ০৯:২১

রাজধানীতে ১৫৫ কোটি ৭৬ লাখ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের () প্রশাসনিক ভবন নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে। দুটি বেসমেন্টসহ ১০ তলা ভবনের নির্মাণকাজ চলা অবস্থায় ওই প্রকল্প থেকে টাকা নিয়ে অন্য একটি ভবনে নিজেদের ইচ্ছেমাফিক খরচ করা হয়েছে। প্রকল্প পরিচালক (পিডি) প্রায় ৫৪ কোটি টাকার একক কাজ ২৬ খণ্ডে ভাগ করেছেন। একক কাজ ছোট ছোট প্যাকেজে ভাগ করে দরপত্র অনুমোদনসহ সব প্রক্রিয়াই সেরেছেন পিডি নিজে। 


জানা গেছে, বিআইএমের পরিচালক তানভীর হোসাইন ওই প্রকল্পের পিডি। এক প্রকল্প থেকে টাকা সরিয়ে অন্য জায়গায় কাজে লাগানো এবং একক কাজ ভেঙে ২৬টি প্যাকেজে ভাগ করার ক্ষেত্রে তিনি পদে পদে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন করেছেন। 


বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কোনো অসুবিধা না থাকলে একক কাজ ভাঙার সুযোগ নেই। একক কাজ খণ্ড খণ্ড করা হয় মূলত নিজের বলয়ের মধ্যে অনুমোদনপ্রক্রিয়া শেষ করতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us