স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করেন। যে কোনো সময় ইচ্ছা হলে যে কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারছেন। তবে আপনার ফোনের এসব অ্যাপ কিন্তু চুরি করতে পারে আপনার ব্যক্তিগত তথ্য।
ফোনে অ্যাপ ডাউনলোড করে ঢুকতে গেলেই নানা পারমিশন দিতে হয়। কন্ট্যাক্ট, গ্যালারি, ক্যামেরা, স্টোরেজের অ্যাকসেস প্রায় সব অ্যাপই চায়। আর এগুলোর অ্যাকসেস পেয়ে বিভিন্ন অ্যাপ চাইলেই নজরদারি শুরু করতে পারে। এমনকি অজান্তেই আপনার তথ্য চুরি হতে পারে।