বিভিন্ন সময়ে জরুরি প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করতে হলে পাবলিক ওয়াইফাই একটি সহজ ও সুবিধাজনক মাধ্যম। এ ওয়াইফাই কানেকশনের মাধ্যমে এমন সব কাজই করা সম্ভব যেগুলো বাড়ির ওয়াইফাই থেকে করা যায়, হয়তো সংযোগের গতিতে কিছুটা হেরফের হতে পারে।
পাবলিক নেটওয়ার্কগুলো সুবিধাজনক হলেও বিন্যামূল্যের এসব ওয়াইফাই সংযোগে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কোনো নিশ্চয়তা থাকে না। আর সে কারণেই, কীভাবে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের সময় নিজের তথ্য নিরাপদে রাখবেন, তা জেনে নেওয়া প্রয়োজন।
এর আগে জেনে নেওয়া যাক পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক আসলে কতটা অনিরাপদ?