সেমিফাইনালে যাওয়ার হিসেবটা মাথায় ছিল বাংলাদেশ দলের অধিনায়কসহ সব খেলোয়াড়ের। এরপরও ম্যাচটি তারা খেলতে নেমেছিল শুধুই একটি জয়ের প্রাথমিক পরিকল্পনা নিয়ে।
আফগানিস্তানের ইনিংস শেষে সবার মনে হয়েছিল ১২.১ ওভারের মধ্যে লক্ষ্যটা পেরোনো সম্ভব। তখন সেমিফাইনালে ওঠার পরিকল্পনা করেই ব্যাটিংয়ে নামেন লিটন দাস-তানজিদ হাসানরা। কিন্তু পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারানোর পর আবার সেই পরিকল্পনা থেকে সরে আসে বাংলাদেশ দল। তখন শুধুই ম্যাচটি জয়ের জন্য খেলেছে তারা।
সেন্ট ভিনসেন্টে আজ সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ রানে হারার পর সংবাদ সম্মেলনে এসে এমনটা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন।