কয়েক দিন ধরেই বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি কোনটি, তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মাত্রই মাইক্রোসফটের মতো মহিরুহ কোম্পানিকে পেছনে ফেলে শীর্ষ কোম্পানি হিসেবে নিজের নাম লিখিয়েছিল চিপ কোম্পানি এনভিডিয়া। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উচ্চক্ষমতাসম্পন্ন চিপ বানিয়ে বাজিমাত করে দিয়েছে তারা। কিন্তু এনভিডিয়াকে হটিয়ে মাইক্রোসফট আবারও বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির আসনে উঠে এসেছে।
মূলত কোম্পানির শেয়ারের দামের ওপর নির্ভর করে, কোন কোম্পানি সবচেয়ে দামি। একটি কোম্পানির বাজারে যত স্টক আছে, তার সম্মিলিত মূল্য বাজার মূলধন হিসেবে পরিচিত। এই যে দামি কোম্পানি নিয়ে এত কথা হচ্ছে, তা মূলত এই বাজার মূলধনের ভিত্তিতে। শেয়ারের দাম বাড়লে কোম্পানির বাজার মূলধন বৃদ্ধি পায়; তেমনি শেয়ারের দাম কমলে বাজার মূলধন কমে যায়।