বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার গান ‘দুষ্টু কোকিল’। গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।
এর আগেও এ গায়িকার গাওয়া বেশ কিছু গানই হিট-সুপারহিট হয়েছে। তবে শাকিব-মিমির রসায়ন ও অন্যদিকে রায়হান রাফির নির্মাণ। সব মিলিয়ে গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে। প্রশংসা কুড়াচ্ছে ওপার বাংলার আকাশ সেনের গাওয়া অংশটুকুও। সবমিলিয়ে ‘দুষ্টু কোকিল’-এ মেতেছে দর্শক।