বিরাজিত সংকট থেকে উত্তরণের পথ কী?

যুগান্তর সাইফুল হক প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১৫:৪২

বাংলাদেশে গণতন্ত্র এখন এক শক্তিশালী প্রশ্নের সম্মুখীন। খাদের এ নিকষ কালো অন্ধকার কেবল আরও বাড়ছে। কেউই, কোনো পক্ষই এখানে হাঁটতে পারছে না। যারা হোঁচট খেয়ে খেয়ে চলার চেষ্টা করছেন, তাদের সামনেও কোনো গন্তব্য নেই, নেই কোনো আশা জাগানিয়া লক্ষ্য আর স্বপ্ন। এভাবে তারাও যে আর বেশিদূর যেতে পারবেন না, তা নিশ্চিতই বলা যায়।


সংকটের শুরু স্বাধীনতার উষালগ্ন থেকেই। ১৯৭০ সালে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানি কাঠামোয়, সংবিধান প্রণয়নের জন্য তারাই আবার দায়িত্ব নিলেন স্বাধীন দেশের সংবিধান প্রণয়নের। মুক্তিযুদ্ধের পর দাবি উঠেছিল বিপ্লবী জাতীয় সরকার গঠনের। সেসব দাবি প্রত্যাখ্যাত হলো। যুদ্ধ করল সবাই, সরকার গঠন করল আওয়ামী লীগ একা। স্বপ্নভঙ্গের সেই শুরু। এরপর যত দিন গেছে, মুক্তিকামী মানুষের আশা হতাশায় আর স্বপ্ন দুঃস্বপ্নে পর্যবসিত হতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us