কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বলে ডাল্টন ট্রাম্বোসহ ১০ জনকে কালোতালিকাভুক্ত করা হয়েছিল। তাই ছদ্মনামে লিখেছিলেন ‘রোমান হলিডে’র চিত্রনাট্য।
কেন অস্কার পেয়েও নিতে পারেননি ‘রোমান হলিডে’র চিত্রনাট্যকার
‘রোমান হলিডে’। চলচ্চিত্রপ্রেমীদের কাছে ভালোবাসার ছবি, আবেগের নাম। চলচ্চিত্রবোদ্ধাদের রায়ে ধ্রুপদি সিনেমা। এই সিনেমার শেষ দৃশ্য বুকের মধ্যে যেমন হাহাকার জাগায়, মন খারাপ করিয়ে দেয়; তেমন মন খারাপ করার মতো ঘটনা আছে সিনেমার চিত্রনাট্যকারের জীবনে।