রাজশাহী আঞ্চলিক হাঁস-মুরগি, দুগ্ধ ও গবাদি উন্নয়ন এবং সরকারি ছাগল উন্নয়ন খামারে খাদ্য সরবরাহের ঠিকাদার নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়েছে খামার তিনটির পশুখাদ্য সরবরাহ। খামারের কয়েকজন শীর্ষ কর্মকর্তার যোগসাজশে হাতেগোনা দুই-তিনজন ঠিকাদার টেন্ডার নিয়ন্ত্রণ করছেন। ফলে ঘুরেফিরে তাঁরাই বারবার কার্যাদেশ পাচ্ছেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে তদন্তের উদ্যোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়েছে। সরকারি টাকা লোপাটে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেটের বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়েছে। টেন্ডারে দুর্নীতির অভিযোগ এনে হাইকোর্টেও রিট করেছেন একজন সংক্ষুব্ধ ঠিকাদার। সর্বশেষ প্রায় অর্ধকোটি টাকার খাদ্য উপকরণ ও ওষুধ সরবরাহে টেন্ডার আহ্বান করা হয়েছে। এ কাজটিও ওই সিন্ডিকেট হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।