সিডনিতে যেমন দেখলাম ‘গুড মর্নিং বাংলাদেশ’

প্রথম আলো প্রকাশিত: ২২ জুন ২০২৪, ২০:১২

শীতের রৌদ্রোজ্জ্বল সকালে সিডনির ব্ল্যাকটাউনে এসেছি। এখানকার মিনি পার্কেই হবে এবারের ‘গুড মর্নিং বাংলাদেশ’। প্রাঙ্গণে ঢুকে দেখি স্টলে স্টলে চা-পরোটা, শিঙাড়া-সমুচা, পিঠাপুলি, জিলাপি আরও কত–কী! মনে হলো বিদেশবিভুঁইয়ে দেশি খাবারদাবারের কোনো মেলা চলছে। ঘুরতে ঘুরতে একটা ব্যতিক্রম অবশ্য চোখে পড়ল, কোনো খাবারেরই মূল্য উল্লেখ নেই। আগত ব্যক্তিদের অনেকে স্টল ঘুরে ঘুরে ইচ্ছেমতো দামে এসব খাবার  কিনছেন, খাচ্ছেন। কেউ কেউ আবার শুধুই চায়ে চুমুক দিতে দিতে গল্পে মেতেছেন। ক্রেতা-বিক্রেতা থেকে দর্শনার্থী—সবাই প্রায় বাংলাদেশি। বেলা বাড়তে বাড়তে আয়োজনটা রীতিমতো মিলনমেলায় রূপ নিল।



কার্যক্রমটি ‘অস্ট্রেলিয়াস বিগেস্ট মর্নিং টি’ বা অস্ট্রেলিয়ার সকালের চায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার দাতব্য সংস্থা ক্যানসার কাউন্সিলকে তহবিল সংগ্রহ করে দিতে যে কেউ এটি আয়োজন করতে পারে। যেমন প্রায় দুই যুগ আগে প্রবাসী বাংলাদেশিরা শুরু করেন ‘গুড মর্নিং বাংলাদেশ’। এখন প্রতিবছর মে মাসে সিডনির কয়েকটি জায়গায় বসে এই চায়ের আসর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us