অ্যাপলের গোপন সোর্স কোড চুরি করেছে হ্যাকাররা

প্রথম আলো প্রকাশিত: ২১ জুন ২০২৪, ২০:৪১

অ্যাপলের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির তিনটি টুলের গোপন সোর্স কোড চুরি করেছে ‘ইনটেলব্রোকার’ নামের হ্যাকার দল। গোপন সোর্স কোডগুলো ডার্ক ওয়েব ফোরামে প্রকাশও করেছে তারা। এ বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) ‘ডার্ক ওয়েব ইনফরমার’ অ্যাকাউন্ট থেকে সাইবার হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

ডার্ক ওয়েব ইনফরমার অ্যাকাউন্টের তথ্যমতে, এ মাসের শুরুতে অ্যাপল ডটকম ঠিকানার ওয়েবসাইটে হামলা চালায় ইনটেলব্রোকার হ্যাকার দল। ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ‘অ্যাপলকানেক্ট-এসএসও’, ‘অ্যাপল-এইচডব্লিউই-কনফ্লুয়েন্স-অ্যাডভান্সড’ এবং ‘অ্যাপলম্যাক্রো প্লাগইন’ নামের ইন্টারনাল টুলের গোপন সোর্স কোড চুরি করে তারা। সোর্স কোডগুলো অনলাইনে পাওয়ায় অ্যাপলের বিভিন্ন সেবার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us