টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান। অবশ্য সিরিজটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যু ভারতে।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিসিসিআই এই সিরিজ নিয়ে আফগানিস্তানকে খেলার বিষয়টি নিশ্চিত করেছে।