টানা বৃষ্টিতে জমেছে পানি, অপরিপক্ব ধান কাটছেন কৃষকেরা

প্রথম আলো প্রকাশিত: ২১ জুন ২০২৪, ১৭:২৬

‘ধান এবার খুব ভালোই হইছিল। আর ১৫টা দিন গেইলে ঘরোত তুলার পানু হয়। সেই ধান মোর তিন দিন থাকি পানির নিচোত। রইদোত পুড়ি, শ্যালোর পানি দিয়া আবাদ করা কষ্টের ধান চোখের সামনোত পচি নষ্ট হওছে। কিছু করার নাই।’ টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া ৫০ শতক জমির ধানখেত দেখিয়ে কথাগুলো বলছিলেন কৃষক মহুবার রহমান।


রংপুরের তারাগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামে মহুবার রহমানের বাড়ি। মংলা ডুবের মাঠে তাঁর আউশ ধানের খেত। তাঁর পাশের খেতে ধান চাষ করেছেন দোলাপাড়া গ্রামের আরেক কৃষক মফেল উদ্দিন। তাঁরও ৬০ শতক জমির ধান এখন পানির নিচে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us