অনেকেই হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ করেন। কিন্তু ফোন কল বা ইন্টারনেট ব্যবহারের সময় নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে কাজে ব্যাঘাত ঘটে। এর ফলে বিভিন্ন সমস্যার পাশাপাশি বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। কারিগরিসহ বিভিন্ন কারণে ফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দিতে পারে। যেসব কারণে ফোনের নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেগুলো দেখে নেওয়া যাক।
সিম কার্ডের সমস্যা
অনেক সময় সিম কার্ডের জন্যও নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তাই দেখে নিতে হবে স্মার্টফোনে সঠিকভাবে সিম কার্ড বসানো হয়েছে কি না। এ ছাড়া সিম কার্ডের স্লটে ময়লা বা ধুলা থাকলে তা–ও পরিষ্কার করতে হবে।