মশার বংশ বিস্তার রোধ করার পাশাপাশি আক্রমণের পরিমাণ কমানো এবং প্রাকৃতিক উপাদান আর কিছু সাবধানতা অবলম্বন করে মশার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মশার কামড় থেকে কীভাবে রক্ষা যায় এবং এর করণীয় কী কী তা জেনে নিই।
মূলত গ্রীষ্ম, বর্ষা আর শীত— এ সময় মশার আক্রমণ থেকে বাঁচতে রাসায়নিক যুক্ত নানান ধরনের স্প্রে বা কয়েল ব্যবহার করতে হয়। বাসার কাছে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। মশা নিধনের ক্ষেত্রে সবসময়ই জমে থাকা পানি অপসারণ অপরিহার্য।