পানিবণ্টন চুক্তি গুরুত্ব পাক

যুগান্তর এম হুমায়ুন কবির প্রকাশিত: ২১ জুন ২০২৪, ১৫:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফর বিশেষত দুটি কারণে গুরুত্ব বহন করে। একটি হচ্ছে, দৃশ্যমানতার দিক থেকে অর্থাৎ নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে আমাদের সরকারপ্রধান এবারই প্রথম দ্বিপাক্ষিক সফর করছেন। তিনি যদিও এর আগে নরেন্দ্র মোদির অভিষেক অনুষ্ঠানের সময় দিল্লি গিয়েছিলেন; কিন্তু দ্বিপাক্ষিক হিসাবে এ সফর দৃশ্যমানতার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীও নতুন সরকার গঠনের পর প্রথম যাচ্ছেন। কাজেই সেই জায়গায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কটাকে সামনে তুলে ধরার জন্য এ সফরটা বেশ গুরুত্ব বহন করে বলে আমি মনে করি।


বাংলাদেশ-ভারত দুটি নিকট প্রতিবেশী দেশ হিসাবে আমাদের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে; সেই সুবাদে দুই দেশেরই বেশকিছু বিষয় রয়েছে। পারস্পরিক গুরুত্ব দিয়ে তারা সেই বিষয়গুলো উপস্থাপন করেন, ঐকমত্যে পৌঁছাবার জন্য চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর এবারের সফরেও ভারতের পক্ষ থেকে যেমন কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, আমাদের দিক থেকেও কিছু গুরুত্বের বিষয় রয়েছে। ভারতের দিক থেকে যেমন নিরাপত্তার দিকটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এ বিষয়টিকে গুরুত্বের মধ্যে রাখার জন্য দু’দেশই সহমত পোষণ করবে। সে ক্ষেত্রে আমার ধারণা, ভারতের দিক থেকে দিল্লি হয়তো বলবে, সামরিক সরঞ্জাম সংগ্রহের জন্য তারা আমাদের পাঁচশ মিলিয়ন ডলার যে ঋণ দিয়েছিল, সেই ঋণটা ব্যবহার হোক। এ ব্যাপারে তারা তাদের দিক থেকে আগ্রহ প্রকাশ করতে পারে। এ ছাড়া অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো যেমন সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়েও তারা মতামত প্রকাশ করতে পারে। এ ক্ষেত্রে আমাদের দিক থেকেও যেহেতু পারস্পরিকতা আছে, সেখানে এ বিষয়গুলো নিয়ে সহমত প্রকাশের ক্ষেত্রে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us