বন্যার্তদের সেবায় আল্লাহপাকের সন্তুষ্টি

জাগো নিউজ ২৪ মাহমুদ আহমদ প্রকাশিত: ২১ জুন ২০২৪, ১৫:৫৭

পরিপাটি বাড়িগুলো এখন পানিতে থৈ থৈ করছে। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জে সৃষ্ট বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত মঙ্গলবার (১৯ জুন) বিকেল থেকে বৃষ্টি কম হওয়ায় সুরমা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী পাড়ের বসতঘর থেকে পানি নামলেও বাড়ছে হাওরের পানি। বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে হাওর এলাকায়। এতে দুর্ভোগ আর দুর্দশায় আর হতাশায় দিন কাটছে সুনামগঞ্জের মানুষের। গত তিনদিন ধরে জেলার অন্তত ১৫ থেকে ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে।


বানের জল ভাসিয়ে নিয়ে গেছে সব। দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে মহাবিপাকে। অতিবৃষ্টিতে শহর ও গ্রামের জনজীবন স্থবির হয়ে পড়েছে। আদরের সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেয়ার চিন্তায় দিশেহারা লাখো মানুষ। সৃষ্টিকর্তা তাদের জানমালের সুরক্ষা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us