ভারত হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস, শীর্ষে চীন। বাংলাদেশের মোট আমদানির প্রায় ১৪ শতাংশ আসে ভারত থেকে। অন্যদিকে, বাংলাদেশের রপ্তানি আয়ের ৩ শতাংশের বেশি আসে ভারত থেকে। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ১ হাজার ১৬২ কোটি ডলার এবং এই দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতের অনুকূলে।
ডলার সংকটের কারণে বাংলাদেশ আমদানির ক্ষেত্রে রক্ষণশীল নীতি অবলম্বন করায় ভারত থেকে আমদানি কমেছে। ভারতে রপ্তানির ক্ষেত্রেও নেতিবাচক প্রবৃদ্ধি চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে।