৬ মাসের ব্যবধানে যমজ শিশুর জন্ম!

যুগান্তর প্রকাশিত: ২০ জুন ২০২৪, ১৬:১১

যমজ শিশু জন্মের এক অসাধারণ গল্প লিখলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৪২ বছর বয়সী নারী এরিন ক্ল্যান্সি। ৬ মাসের ব্যবধানে যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যার মধ্যে প্রথম সন্তান জৈবিকভাবে হলেও দ্বিতীয় সন্তানটি এসেছে কৃত্রিম বা সারোগেট পদ্ধতিতে। যেই সন্তানটির জন্ম হয়েছে মা ক্ল্যান্সি থেকে ৯০০ মাইল দূরে। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে এমনটিই।


যমজ সন্তান জন্মদানের বিষয়টি নিয়ে মা এরিন ক্ল্যান্সি দ্য সানকে জানান, ‘নবজাতক ডিলানকে আমার বাহুতে ধরে রাখার বিষয়টি, আমি বিশ্বাস করতে পারছিলাম না। সে খুব প্রাণবন্ত ছিল। আমি তার ‘যমজ’-এর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, কারণ সে ছয় মাসের মধ্যে জন্মগ্রহণ করবে। আমি ২০১৬ সালের জানুয়ারিতে ব্রায়ানের সাথে দেখা করি একটি অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে। এর তিন বছর পর আমরা ২০২০ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলাম। তখন ভেবেছিলাম সহজে সন্তান আসবে, তবে তা হয়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us