শীঘ্রই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, এমন খবর প্রকাশ হওয়ার পর পরই নেটিজেনদের অনেকেই তা বিশ্বাস করেনি। কারণ, দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থাতে বিভিন্ন কাজে বেশ দৌড়ঝাপের ওপরে ছিলেন। এ ছাড়াও তার বেবিবাম্প তাদের চোখে না পড়ায় নেটিজেনরা ধারণা করতে থাকেন দীপিকা সারোগেসির সাহায্যে মা হতে চলেছেন।
এবার সব জল্পনাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে আসলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তার আসন্ন বলিউড সিনেমা ‘কল্কি’ এর প্রচারে এসেছিলেন এই নায়িকা। এ সময় সকলের চোখে পড়ে দীপিকার স্পষ্ট বেবিবাম্প।
সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে হাতে মাইক নিয়ে তার সিনেমার প্রচারে বক্তব্য দিচ্ছেন দীপিকা। সবার সামনে বেশ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলতে শুরু করেন তিনি। এ সময় তার কালো পোশাকটি টাইট ফিটিংয়ের হওয়ায় বেবিবাম্পটি স্পষ্ট দেখা যায়।