সিলেটসহ পাঁচ জেলায় পানিবন্দী ১৪ লাখ মানুষ

আজকের পত্রিকা প্রকাশিত: ২০ জুন ২০২৪, ১১:৩০

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দ্রুত বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র, করোতায়া, কুশিয়ারা, সোমেশ্বরীসহ দেশের প্রধান নদ-নদীর পানি। এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জসহ পাঁচ জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৪ লাখ মানুষ। ঝুঁকিতে আছে রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের ছয়টি জেলা। এসব জেলার কয়েকটিতে এরই মধ্যে নদীভাঙন শুরু হয়েছে।


সিলেটে পানিবন্দী প্রায় ৯ লাখ মানুষ


গত শুক্রবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট নগর এবং জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৮ লাখের বেশি মানুষ। সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসন সূত্র বলেছে, সিলেট নগরের ৪২টি ওয়ার্ডের ২৮টি ওয়ার্ডের ৮০ হাজার মানুষ বন্যাকবলিত। জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নের ১ হাজার ৫৪৮টি গ্রামের ৮ লাখ ২৫ হাজার ২৫৬ জন বন্যাকবলিত। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us