সৌদি আরবের মক্কায় হজ চলাকালে তীব্র গরমে অন্তত ৫৫০ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রকাশিত সংবাদ ও একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।
মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে কূটনীতিকরা জানিয়েছেন, মক্কার নির্মম প্রকৃতির মধ্যে অতিরিক্ত গরমে তাপজনিত বিভিন্ন অসুস্থতায় তাদের মৃত্যু হয়েছে।
রয়টার্স জানায়, দুই আরব কূটনীতিককে উদ্ধৃত করে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩২৩ জন মিশরীয় নাগরিক।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব সংখ্যা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
ওই কূটনীতিকদের মধ্যে একজন বলেছেন, “তাদের সবাই (মিশরীয়) তীব্র গরমে মারা গেছেন।”
তিনি জানান, শুধু একজন ভিড়ের চাপে পিষ্ট হয়ে আহত হওয়ার পর মারা গেছেন। মক্কার আল-মুয়েইজেম এলাকার হাসপাতালের মর্গ থেকে মৃতের মোট সংখ্যা জানা গেছে। মক্কার অন্যতম বৃহত্তম এই মর্গ ৫৫০টি মৃতদেহ পাওয়ার কথা জানিয়েছে।