পশু কোরবানি শেষে ঢাকা শহরকে ধুয়েমুছে পরিষ্কার করার কাজ চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ২টা থেকে ঢাকার দুই সিটির ওয়ার্ডে ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজে নেমে পড়েছে দুই সিটি করপোরেশন।
দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরও উত্তর সিটি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বর্জ্য অপসারণে প্রয়োজনীয় সরঞ্জাম, কর্মী নিয়োজিত করার পাশাপাশি ও নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে দুই করপোরেশনই।
সোমবার সকালে রাজধানীতে ঈদের নামাজ শেষে পশু কোরবানির তোড়জোড় শুরু হয়ে যায়। বেশিরভাগ জায়গায় বাড়ির সামনে ফাঁকা রাস্তা বা ফুটপাতকেই বেছে নেওয়া হয় কোরবানির জন্য। মাংস কাটাকাটি চলে বাজির বেইজমেন্টে।