ঈদে টিভি নাটক ও টেলিফিল্ম

আজকের পত্রিকা প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১৯:২৭

ঈদের দিন


বিটিভি
মধুযাত্রা (রাত ৮টার সংবাদের পর): রচনা নূরুদ্দীন জাহাঙ্গীর, প্রযোজনা এল রুমা আকতার। অভিনয়ে মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী ও জিয়াউল হাসান কিসলু।


চ্যানেল আই
প্রান্তর (বেলা ২টা ৩০ মিনিট): রচনা বদরুল আনাম সৌদ, পরিচালনা আরিফ খান। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আবদুন নূর সজল ও জাকিয়া বারী মম।


রাজপুত্র ও অপ্সরী (বিকাল ৪টা ৩০ মিনিট): রচনা ফারিয়া হোসেন, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, পারসা ইভানা ও আবুল হায়াত।


চাঁদের হাট (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট): রচনা ও পরিচালনা কে এম সোহাগ রানা। অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।
কদম (রাত ৯টা ৩৫ মিনিট): গল্প রাবেয়া খাতুন, পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে সৈয়দ জামান শাওন ও তানিয়া বৃষ্টি।


এটিএন বাংলা
ব্যবহার বিভ্রাট (রাত ৮টা ৫০): রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, টুপুর, পুতুল প্রমুখ।


এনটিভি
বকুলের লটারী (বেলা ২টা ৩০ মিনিট): রচনা মানব, পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে সোহেল মন্ডল ও সামিরা খান মাহি।
লেগুনা প্রেম (রাত ৯টা ১৫ মিনিট): রচনা বিদ্যুৎ রায়, পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে সৈয়দ জামান শাওন ও সাদিয়া আয়মান।


গ্রামের ভাইরাল বউ (রাত ১১টা ৫ মিনিট): রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম  ও তানিয়া বৃষ্টি।


দীপ্ত টিভি
বাকবাকুম (সন্ধ্যা ৭টা): পরিচালনা তৌফিকুল ইসলাম। অভিনয়ে অপূর্ব ও সাফা কবির।


অবতার (রাত ১০টা ০৫ মিনিট): পরিচালনা মুরসালিন শুভ। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।
হবু শ্বশুরবাড়ী (রাত ১১টা ০৫ মিনিট): পরিচালনা মাহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।


মাছরাঙা টিভি
মেঘদল (রাত ৮টা): রচনা রশিদুর রহমান, পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে খায়রুল বাসার ও তটিনী।


মিস্টার মোতালেব (রাত ১০টা ২০ মিনিট): রচনা ও পরিচালনা সাজিন আহমেদ বাবু। অভিনয়ে মোশাররফ করিম ও এনিলা তানজুম।


লাভ রেইন (রাত ১১টা ৩০ মিনিট): রচনা সোহেল রহমান, পরিচালনা জাকারিয়া সৌখিন। অভিনয়ে তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা।


আরটিভি
জীবন আপনার রিস্ক আমার (সন্ধ্যা ৭টা ৩০): পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।


কুরবানী পরিবহন (রাত ৮টা ৩০): রচনা জুয়েল এলিন, পরিচালনা জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি।


ত্রিভুজ (রাত ১১টা): পরিচালনা রোকেয়া প্রাচী। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও সামিরা খান মাহি।


বৈশাখী টিভি
কোরবানীর বিরাট হাট (রাত ১১টা ৩৫): চিত্রনাট্য ও পরিচালনা এসএ হক অলিক। অভিনয়ে আজিজুল হাকিম, মীর সাব্বির ও দিলারা জামান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us