ঈদের আগে সব পোশাকশ্রমিক কি বেতন-ভাতা পেলেন

প্রথম আলো প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১৯:১১

ঈদ আসলেই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল শনিবার বিকেল পর্যন্ত কয়েকটি কারখানার বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা ছিল।


অবশ্য তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আজ দাবি করেছেন, তাদের সদস্য সচল কারখানার সবগুলোই শ্রমিকের গত মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছে। অন্যদিকে দুইটি শ্রমিক সংগঠনের নেতা বললেন, অনেক শ্রমিককেই বেতন-ভাতা পেতে কারখানার ভেতরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। ভালো কিছু কারখানা ছাড়া অধিকাংশই শ্রমিকদের ঈদ বোনাস দিয়েছে ‘নামমাত্র’।


খোঁজ নিয়ে জানা যায়, ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের বিষয়টি তদারকি করে বিজিএমইএ। তাদের প্রতিবেদন অনুযায়ী, সংগঠনটির সচল কারখানার সংখ্যা ২ হাজার ১৬০ টি। তার মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৫টি ও চট্টগ্রামে ৩২৫ টি। এসব কারখানার মধ্যে পাঁচটি গতকাল পর্যন্ত মে মাসের বেতন পরিশোধ করেনি। কারখানাগুলো হচ্ছে-গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেলস প্লাস, বেসিক নিটওয়্যার ও বেসিক ক্লথিংয় এবং ডেনিস নিটওয়্যার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us