টানা তিন দিন কড়াকড়ি বজায় থাকলেও আজ শনিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সেটি ধরে রাখা যায়নি। পশ্চিমাঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গের বেশির ভাগ ট্রেন ছিল যাত্রীতে পরিপূর্ণ। বগিতে আসন না পাওয়ায় ছাদ ভর্তি যাত্রী নিয়ে কমলাপুর ছাড়ে কয়েকটি ট্রেন।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বাস্তবতার কারণে আর উৎসব মুখর পরিবেশের কারণে তাঁরা যাত্রীদের সঙ্গে জোর করতে পারেননি।
আজ শনিবার কুড়িগ্রাম এক্সপ্রেস ছিল যাত্রীতে ভর্তি। কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। এতে করে অনেকেই উঠেছেন ছাদে। ট্রেনটি রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৯টার পরে কমলাপুর স্টেশন ত্যাগ করে।