ঈদের বাকি আর মাত্র একদিন। রাত পোহালে ঈদ উল আজহা। তাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ সময় নাড়ির টানে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে গাজীপুরের দুই মহাসড়কের বিভিন্ন স্টেশনগুলোতে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রী ও যানবাহনের চাপ সবচেয়ে বেশি।
গেল তিন দিনে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, শনিবার বেশির ভাগ প্রায় ৬০ ভাগ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে শনিবার বিকেলে দুই মহাসড়কে যাত্রীর চাপ অনেক বেড়েছে। কিন্তু যাত্রীর তুলনায় যানবাহন খুবই অপ্রতুল। ফলে এ সুযোগে অনেক যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
তবে, মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের কর্তারা।