অনেক সময় ঝড়ো বাতাসে কিংবা কোনো কাজ করার সময়ে হঠাৎ চোখে বালু বা কিছু একটা ঢুকে পড়লে কী করবেন?
এ ধরনের অনাকাঙ্ক্ষিত বস্তুকণাকে ডাক্তারি ভাষায় বলে ‘ফরেন বডি’। দুর্ঘটনাবশত চোখে যদি কোনো বহিরাগত বস্তুকণা ঢুকে কর্নিয়া বা চোখের পাতার ভেতরের অংশে গেঁথে যায়, তাহলে সেটা চোখের বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন চোখ খচখচ করা, চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া, চোখে ব্যথা এবং দৃষ্টি ঘোলা হয়ে যাওয়া। যদি চোখের পাতার ভেতরের অংশে বালুকণা গেঁথে থাকে, তাহলে পলক ফেলার সময় প্রতিবার তা চোখের সামনের স্বচ্ছ কর্নিয়াতে ক্ষত সৃষ্টি করে। এতে দৃষ্টি ঘোলা হয়ে যায়। আমাদের কর্নিয়া স্বচ্ছ কাচের মতো। এর ওপরে পাতলা একটি স্তর থাকে যা বাইরের জীবাণু থেকে আমাদের চোখকে রক্ষা করে। যদি এ স্তরে ক্ষত সৃষ্টি হয় তাহলে জীবাণু সংক্রমণের আশঙ্কা অনেক বেড়ে যায়।