নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা খুবই জরুরি। এতে যেমন ফ্রিজ পরিষ্কার থাকে, তেমনই বিদ্যুৎ বিলও কম আসে। নরমাল ফিজ্রের পাশাপাশি বেশিরভাগ মানুষ এখন ডিপ ফ্রিজও ব্যবহার করেন। যদিও বড় আকারের ফ্রিজে নরমাল ও ডিপ দুটো সুবিধাই মেলে, তবে মাছ-মাংসসহ বিভিন্ন খাবার সংরক্ষণে ডিপ ফ্রিজের ভূমিকাও অনেক।
অনেকেই হয়তো ভাবেন ডিপ ফ্রিজ পরিষ্কার করা বেশ কঠিন। আসলে ডিপ ফ্রিজার পরিষ্কার করা খুবই সহজ। যদিও আপনার ফ্রিজারের ধরন ও আকারের উপর নির্ভর করে পুরো প্রক্রিয়াটিতে প্রায় একদিন সময় লাগতে পারে। এক্ষেত্রে ডিপ ফ্রিজ থেকে সব ধরনের খাবার সরিয়ে ফেলতে হবে।