গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ফলে সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এই পতনের বাজারেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে কিছু প্রতিষ্ঠান। সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে সমতা লেদার।
গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে কোম্পানিটি আগ্রহের শীর্ষে চলে আসে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। শেয়ারের এমন দাম বাড়লেও কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস খুব একটা ভালো না।