ইউক্রেন ও গাজা যুদ্ধের ডামাডোলে আফ্রিকার দেশ সুদানে যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে, তা বিশ্ববাসীর চোখের আড়ালে রয়ে যাচ্ছে। এ গৃহযুদ্ধ বিশ্বের ‘ভয়াবহতম মানবিক পরিস্থিতি’ সৃষ্টি করেছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে সাড়ে সাত লাখের বেশি মানুষ পড়তে পারে ‘বিপর্যয়কর খাদ্যসংকটে’।
গত বছরের ১৫ এপ্রিল থেকে আব্দেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং জেনারেল মোহাম্মদ হামদান হেমেদতি দাগালোর অনুসারী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ভয়াবহ লড়াই চলছে। গত এক মাসের বেশি সময় ধরে উত্তর দারফুরের আল-ফাশের শহর অবরুদ্ধ করে রেখেছে আরএসএফ। আগে দুই বাহিনী পাশাপাশি থেকে সুদানের সরকারব্যবস্থা নিয়ন্ত্রণ করত।