উৎসবকেন্দ্রিক বিনোদন আর ভিউ নির্ভর বিনোদন

ঢাকা পোষ্ট অরুণ চৌধুরী প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১৬:২০

মানুষকে বিনোদন দেবো। এটা যখনই মুখ্য হয়ে যায়, তখন সাধারণ-মানুষের আনন্দই হয় আসল। তখন ‘আর্ট’ বিষয়টা হয় গৌণ। কারণ বিনোদন দেওয়া এক ধরনের কাজ, যাতে দর্শক মনোযোগী ও আগ্রহী হয়ে ওঠে। আনন্দ পায়।



মানুষ যখনই খাবার আর বাসস্থান নিশ্চিত করে, তখন গুহার ভেতরে আঁকাআঁকি করতে থাকে। এঁকে আনন্দ পায়। বিনোদন সেইসব অংকন চিত্রে মনোনিবেশ করতে থাকে। সহস্র বছরের ইতিহাস সেই সাক্ষ্য বহন করে। মানুষ বিনোদন পাবে সেই আকাঙ্ক্ষা হয় মৌলিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us