রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা চলছে। এর মধ্যেও ভারতের পণ্য রপ্তানি বাড়ছে। গত মে মাসে ৩ হাজার ৮১৩ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। গত বছরের মে মাসে রপ্তানি হয়েছিল ৩ হাজার ৪৯৫ কোটি ডলারের পণ্য।
এদিকে রপ্তানির পাশাপাশি আমদানিও বেড়েছে দেশটিতে। গত মে মাসে ৬ হাজার ১৯১ কোটি ডলারের পণ্য আমদানি হয়। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ভারতের পণ্য আমদানি ছিল ৫ হাজার ৭৪৮ কোটি ডলারের।