কারও শরীরের আকার নিয়ে রসিকতা করা একেবারেই অপরিপক্ব মানসিকতার লক্ষণ। আবার সেটা যদি হয় শুধু খেলার মাঠে কেউ যথাযথ পারফর্ম করতে না পারার ফলে, তাহলে বিষয়টি অত্যন্ত গর্হিত কাজের পর্যায়ে চলে যায়। পাকিস্তান দলে ফর্ম নিয়ে তোপের মুখে থাকা আজম খানকে প্রতিনিয়ত তার স্থুলাকৃতির শরীরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হচ্ছে।
এমন সময়ে আজম খানের পাশে দাঁড়িয়েছেন সাবেক পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। তার মতে, আজমের পারফরম্যান্স নিয়ে সবাই কাটাছেঁড়া করতেই পারে, কিন্তু তাকে বডি শেমিং করা একেবারেই অনুচিৎ।