বাস্তবে অজয় আর টাবু একে অপরের ভালো বন্ধু। তিন দশকের বেশি এই বন্ধুত্ব আজও অমলিন আর ফুরফুরে। গত বৃহস্পতিবার ‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয়-টাবু বন্ধুত্বের উষ্ণ রসায়ন ধরা পড়ে।
আবার জুটি বেঁধে আসছেন দুই বন্ধু, অজয় এবং টাবু। তিন দশক আগে ‘বিজয়পথ’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন তাঁরা। নীরজ পান্ডে পরিচালিত ‘অরোঁ মে কাহা দম থা’ ছবিতে রোমান্টিক মেজাজে ধরা দিতে চলেছেন এই জুটি। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এই রোমান্টিক ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয়, টাবু, শান্তনু মহেশ্বরী, সাই মঞ্জরেকর, সংগীত পরিচালক এম এম করিম, আর পরিচালক নীরজ পান্ডে।