বর্ষাকাল তো চলেই এসেছে, এখন গাছের চারা লাগানোর মৌসুম। এ সময় গাছের চারা লাগালে বাঁচে বেশি। মাটি বর্ষায় সিক্ত হয়, লাগানো গাছের চারা পায় জল, পায় বেঁচে ওঠার রসদ। তা ছাড়া আবহাওয়া আর্দ্র ও উষ্ণ থাকায় শিকড় ও ডালপাতার বৃদ্ধি ভালো হয়, লাগানো গাছের চারা দ্রুত বাড়তে থাকে। আবার শীত ও শুকনো মৌসুম এলে সেই বৃদ্ধিতে কিছুটা ভাটা পড়ে। তাই প্রতিবছর ঘটা করে এই সময়কে গাছের চারা লাগানোর জন্য বেছে নেওয়া হয়, বাড়ে গাছের চারা লাগানোর হিড়িক।
দেশে এ সময়ে দুটি খবর আমাদের নিঃসন্দেহে আনন্দিত করেছে। প্রথম খবরটি হলো—এ বছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সারা দেশে ৮ কোটি ৩৩ লাখ ২৭ হাজার গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় খবরটি হলো—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ বছরই প্রথম সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং যথাযথভাবে তা বাস্তবায়নের জন্য এক নোটিশ জারি করেছে। দেশের প্রতি দুই জন মিলে একটা করে গাছ লাগালেই তো আট কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায়। কিন্তু সমস্যাটা হলো, সেই সব গাছের চারা লাগাব কোথায়? দেশে কী পরিমাণ গাছের চারা লাগানোর মতো খালি জায়গা পড়ে আছে, সে জায়গাগুলো কোথায়? দিনে দিনে দেশে মানুষ বাড়ছে, সেই সব মানুষের বাড়তি খাদ্যচাহিদা পূরণের জন্য প্রতিবছর কৃষিজমির দরকার হচ্ছে। কাজেই কৃষিজমিকে গাছের চারা লাগানোর জন্য বেছে নেওয়া যাচ্ছে না।