বিশাল এলাকাজুড়ে বসেছে হাট। সকাল থেকেই সেখানে গরু নিয়ে আসা শুরু করেন খামারিরা। দুপুর হতেই ক্রেতা-বিক্রেতা আর ব্যাপারীদের হাঁকডাকে সরগরম হাট। হাটে মাঝারি ও বড় গরুর রেকর্ড সরবরাহ।
আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের অন্যতম পশুরহাট বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুলতানগঞ্জে গিয়ে এ চিত্র দেখা যায়। হাটের ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ বেশি হওয়ার কারণে গত বছরের তুলনায় এবার মাঝারি গরুর দাম গড়ে ১০ থেকে ১৫ হাজার এবং বড় গরুর দাম ৫০ হাজার টাকা পর্যন্ত কম। কমদামে গরু কিনতে পেরে খুশি ক্রেতা ও ব্যবসায়ীরা। তবে বাজার মন্দায় মন খারাপ বিক্রেতা ও খামারিদের। খামারিরা বলছেন, গরু লালনপালনের খরচ বাড়লেও এবার দাম কমেছে। এতে খরচ উঠছে না।