দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। মানুষের যাত্রা শুরু হচ্ছে শহর ছেড়ে গ্রামে, প্রিয়জনের কাছে। দূর পাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন গণপরিবহনে যাত্রীদের চাপ বাড়তে শুরু করছে। প্রতিবছর ঈদযাত্রায় নানা ভোগান্তির শিকার হন যাত্রীরা। বাস, ট্রেন ও লঞ্চের টিকিট না পাওয়া, পথে যানজটে দুর্ভোগ, সময়মতো বাড়িতে না পৌঁছানো ইত্যাদি। এসব ভোগান্তির পাশাপাশি ঈদ ভ্রমণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি কম গুরুত্বপূর্ণ নয়।
শিশু, প্রবীণ ও রোগীদের পক্ষে লম্বা যাত্রাপথের ধকল সহ্য করা খুব কঠিন। তাই জেনে রাখুন, কী কী পদক্ষেপ নিলে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে।