প্রতিবছর বিভিন্ন অ্যাপ ও গেমকে ‘ডিজাইন অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে অ্যাপল। অ্যাপ ও গেমের সৃজনশীল ও কারিগরি দক্ষতা পর্যালোচনা করে এ পুরস্কার দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এ বছর সাতটি বিভাগে সেরা অ্যাপ ও গেমকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়া অ্যাপ ও গেমগুলোর নাম ও কাজের ধরন জেনে নেওয়া যাক।
‘ডিজাইন অ্যাওয়ার্ড পাওয়া অ্যাপের তালিকায় প্রথমেই রয়েছে ‘বেয়ারস গ্র্যাটিটিউট’। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলেই দৈনন্দিন বিভিন্ন ঘটনার তথ্য ডায়েরি আকারে লিখে রাখতে পারেন। ডেভেলপার দম্পতি ইসুরু ওয়ানাসিঙ্গে ও নায়োমি হেটিয়ারাচ্চিছি ২০২০ সালে তৈরি করেন অ্যাপটি। ডিলাইট অ্যান্ড ফান বিভাগে অ্যাপটি সেরার তকমা জিতেছে। অ্যাপ স্টোরে দেখা যায় অ্যাপটির রেটিং ৪.৯। একই বিভাগে বিজয়ী হয়েছে ‘নিউইয়র্ক টাইমস গেমস’ (এনওয়াইটি গেমস)। ক্রসওয়ার্ড বা শব্দজট, স্পেলিং বি, সুডোকু, ওয়ার্ডলসহ বিভিন্ন ধাঁধা খেলার সুযোগ দিয়ে থাকে গেমটি।