সূর্যের প্রচণ্ড তাপের সঙ্গেই দেখা যাচ্ছে মেঘের ঘনঘটা। বৃষ্টিও হচ্ছে। সঙ্গে শঙ্কাও বাড়ছে। কারণ, বর্ষার হাত ধরেই আসে প্রাণসংহারী ডেঙ্গু। এ সময় অবশ্য জ্বরজারির হার এমনিতেই বেশি থাকে।
ঋতু পরিবর্তনের কারণ, অন্যান্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণও এ সময় বেশি বাড়ে। তাই কারও জ্বর হলেই তা ডেঙ্গুজনিত কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরি। রোগীর রোগের ইতিহাস বা শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করে অন্যান্য জ্বর থেকে ডেঙ্গুকে সব সময় আলাদা করা সম্ভব হয় না। তাই প্রয়োজন হয় কিছু রক্ত পরীক্ষা।