অপহরণকারীকে ভালোবেসে তার সঙ্গেই থাকতে চেয়েছেন বাকি জীবন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১৫:১০

জাপানিজ বা কোরিয়ান কোনো দৃশ্যপট নয়। বাস্তবেও এমন ঘটনা ঘটেছে বহুবার। যেখানে অপহরণকারীর প্রেমে পড়েছেন ভুক্তোভুগী। পালানোর অনেক সুযোগ থাকলেও পালায়নি। বরং অপহরণকারীর ঘরে থেকেছে নিজের মতো করেই। তার সঙ্গেই থাকতে চেয়েছেন বাকি জীবন।


এগুলো কিন্তু শুধু সিনেমার গল্প নয়, বাস্তব থেকেই অনুপ্রাণিত হয়ে এসব সিনেমা। গত কয়েক যুগে এমনটা বেশ কয়েকবার ঘটেছে বলে জানা যায় যখন কিডন্যাপ হওয়া আর খুব খারাপ লাগেনি। বরং ভিকটিম হয়ে উঠেছিল সহানুভূতিশীল, এমনকি বিশ্বস্তও।


মনের এই পরিবর্তিত অবস্থার নামই স্টকহোম সিনড্রোম। এটি মানসিক রোগের একটি ধরন। একই অবস্থা ঘটতে পারে স্ত্রী নির্যাতন, শিশু নির্যাতন, এমনকি ধর্ষণের ক্ষেত্রেও! সেগুলোও এই স্টকহোম সিনড্রোমেরই আলাদা প্রকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us