বাড়ির দেয়াল সুন্দর করে সাজাতে সবচেয়ে সুন্দর ও সহজ উপায় ছবি বা পেন্টিং। কেউ বড় ফ্রেমের ছবি পছন্দ করেন, কারও আবার পছন্দ ছোট ছোট ফ্রেম। ঘর সাজাতে এর জুড়ি মেলা ভার। কিন্তু অনেক সময় সঠিক যত্নের অভাবে সাধের এই ছবি নষ্ট হয়ে যায়। তাই নিয়ম করে এর যত্ন প্রয়োজন। নাহলে যত্নের অভাবে খারাপ হয়ে যেতে পারে ভালো কোনো ছবি।
কখনো কোনো ছবির ফ্রেমের ওপরের অংশ ধরবেন না। এতে সমস্ত ভার ছবির ওপর পড়ে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছবির ফ্রেম নিচ থেকে ধরুন।
বাইরের দেয়ালে ভুলেও ছবি ঝোলাবেন না। এতে বাতাসের আর্দ্রতা লেগে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে বাড়ির উপরের তলায় কখনও ছবি রাখবেন না। অতিরিক্ত তাপে ছবি নষ্ট হয়ে যায়।