অব্যবস্থাপনার যানজটে তীব্র দুর্ভোগের শঙ্কা

যুগান্তর প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ০৯:২৮

সড়কপথে ঈদযাত্রায় অব্যবস্থাপনার যানজটে তীব্র দুর্ভোগ পোহাতে হতে পারে ঘরমুখো মানুষের-এমন শঙ্কা সংশ্লিষ্টদের। তাদের মতে, এখন তুলনামূলকভাবে সড়কের চিত্র কিছুটা ভালো হলেও অব্যবস্থাপনা ও পশুর হাটের কারণে যানজট মাত্রা ছাড়াতে পারে। মহাসড়কের পাশে এবার ২১৭টি পশুহাট বসেছে এবং ১৫৫ যানজটপ্রবণ স্পট রয়েছে। এসবের কার্যকর ব্যবস্থাপনা না করতে পারলে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রামে যাওয়া প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের ঈদে আসা-যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হতে পারে।


সংশ্লিষ্টদের তথ্যমতে, ঈদুল আজহা উদযাপনে সারা দেশের সড়ক ও মহাসড়কে প্রায় ৫০ হাজার বাস-মিনিবাস চলাচল করবে। পাশাপাশি কুরবানির পশুবাহী বিপুলসংখ্যক ট্রাক চলবে। তিনদিনের ঈদের ছুটির কারণে আসা ও যাওয়া দুপথেই যানজটের ধকল সইতে হতে পারে। সাধারণ সময়ের সড়ক ব্যবস্থাপনা আর ঈদের ব্যবস্থাপনার মধ্যে বিস্তর ফারাক থাকে। তারপর যানজট স্পট, কুরবানির পশুর হাট ও কুরবানির পশুবাহী গাড়ির কারণে যানজটের অসহনীয় দুর্ভোগে যাত্রীদের নাকাল হতে হবে, তা অনেকটাই নিশ্চিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us