দেশের নতুন বাজেটে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য যেমন ভালো খবর আছে, তেমনি খারাপ খবরও আছে। যেমন রেয়াতি করসুবিধা নিতে গেলে ব্যবসাপ্রতিষ্ঠানকে নানা ধরনের শর্ত পালন করতে হবে। আবার বাড়তি করের বোঝাও বহন করতে হবে।
নতুন বাজেটের অর্থবিল পর্যালোচনা করে দেখা গেছে, নানা ধরনের ব্যবসায় করের চাপ বেড়েছে। ২০২৪ সালের অর্থবিল নিয়ে বেসরকারি পরামর্শক সংস্থা এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের বিশ্লেষণেও এমন কথা বলা হয়েছে।