পাকিস্তানের ‘সমর্থন’ ও বৃষ্টির শঙ্কা নিয়ে মাঠে নামছে ভারত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ জুন ২০২৪, ২০:০১

টি-টোয়েন্টি বিশ্বকাপ যত সামনে গড়াচ্ছে, তত রোমাঞ্চ বাড়ছে দলগুলোর মাঝে। কেউ সুপার এইটে ওঠার অপেক্ষায়, কেউবা মিলাচ্ছে সমীকরণ। এখন পর্যন্ত দুটি দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে, আর বিদায় নিশ্চিত করেছে ওমান ও নামিবিয়া। সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে রাতে মাঠে নামছে ভারত ও যুক্তরাষ্ট্র। এই ম্যাচটির দিকে নজর রয়েছে পাকিস্তানের, টুর্নামেন্টে টিকে থাকতে হলে তারা জয় চাইবে ভারতের।



ইতোমধ্যে অনুষ্ঠিত সমান দুটি করে ম্যাচ জিতেছে ভারত ও যুক্তরাষ্ট্র। এর আগে ক্রিকেটের কোনো ফরম্যাটেই কখনও দেখা না হওয়া দল দুটি প্রথমবারের মতো পরস্পরের মোকাবিলা করবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে ম্যাচটিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। খেলা চলাকালে বৃষ্টি বাগড়া দিতে পারে বলে আবহাওয়া বার্তায় জানা গেছে। বৃষ্টির কারণে খেলা না হলে কপাল পুড়বে পাকিস্তানের, কারণ দুই ম্যাচ হেরে যাওয়ায় তাদের সামনে সুযোগ রয়েছে সর্বোচ্চ চার পয়েন্ট পাওয়ার। যুক্তরাষ্ট্র এক পয়েন্ট পেলেই সেটিকে টপকে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us