ছোটপর্দায় অভিনয় শুরু। এরপর ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়ক হয়ে ওঠেন দর্শন থুগুদীপা। তার ঝুলিতে বেশ কিছু হিট ছবিও রয়েছে। অভিনয় ছাড়াও তার রয়েছে বিভিন্ন ব্যবসা। তিনি চন্দন কাঠের ব্যবসায় জড়িত। সম্প্রতি খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন দর্শন ও তার স্ত্রী।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুতে সুমনাহাল্লি সেতুর কাছে রেণুকা স্বামী (৩৩) নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। ওই ব্যক্তি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। রেণুকা নাকি অভিনেতা দর্শনের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। আর তাকে আপত্তিকর মেসেজও পাঠাতেন তিনি। এর পর হঠাৎই উধাও হয়ে যান রেণুকা। পরিপ্রেক্ষিতে গ্রেফতার হন অভিনেতা দর্শন থুগুদীপা ও তার স্ত্রী পবিত্রা গৌডা।