চরকির অরিজিনাল সিরিজ ‘বাজি’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটছে তারকা অভিনেতা তাহসান খানের। এতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজে তারকা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও রয়েছেন। একসময়ের আলোচিত জুটি তাহসান-মিথিলাকে দীর্ঘদিন পর একসঙ্গে কোনো সিরিজে পাওয়া যাবে। সিরিজটি পবিত্র ঈদুল আজহায় চরকিতে মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ওয়েব সিরিজ ‘বাজি’র গল্প।
প্রায় দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে ১১টি অ্যালবাম করেছেন তাহসান। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় ২০০। গানের পাশাপাশি তাঁকে অভিনয়েও দেখা গেছে; করেছেন টিভি নাটক ও চলচ্চিত্র। তাহসান বলেন, ‘প্রায় দুই বছর বিরতির পর কাজে ফিরেছি। মাঝখানে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। চরকি ও আরিফের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কাজটা পছন্দ করেছি। নির্মাতা অনেক পরিশ্রম করেছেন।’