তখন সপ্তম শ্রেণির ছাত্রী পর্দার তারকা তাসনিয়া ফারিণ। সে সময় থেকেই টেলর সুইফটের গানের ভক্ত তিনি। বড় হয়েও সুইফটের গানের প্রতি মোহ কমেনি এই তারকার। সুইফটের গান মুগ্ধ হয়ে শোনেন ফারিণ। কিন্তু তিনি কখনো ভাবেননি যে প্রিয় শিল্পীর গান কোনো দিন সরাসরি শুনতে পারবেন। ফারিণের সেই স্বপ্নের দুয়ার এবার খুলে গেছে। মঞ্চে গাইছেন সুইট, দর্শকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাঁর গান উপভোগ করেছেন ফারিণ। প্রথমবার সামনাসামনি সুইফটকে শুনে রোমাঞ্চিত হয়েছেন তিনি।
জুনের প্রথম সপ্তাহে ২৫তম রেইনবো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত ‘ফাতিমা’ ছবি নিয়ে যোগ দেন ফারিণ। উৎসবের ফাঁকে সুইফটের কনসার্ট উপভোগের সুযোগ পেয়েছেন তিনি। ৭ জুন স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে সুইফটকে শুনেছেন ফারিণ।